বিয়ানীবাজার উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ এলাকায় নারী শিক্ষা প্রসাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। শিক্ষার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি, বিতর্ক, বিজ্ঞান সকল ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে চলেছে। অত্র বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী মেধাবী, সৎ, কর্মঠ, আধুনিক বিজ্ঞান মনষ্ক, যোগ্য দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাবে এ আমার দৃঢ় প্রত্যাশা। জাতীয় উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শিক্ষার গুনগত মান উন্নয়ন। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তাই বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাকে যুগোপযোগী করে শিক্ষার্থীকে দক্ষ ও মানব সম্পদে পরিনত করার লক্ষই হচ্ছে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগান্তকারী পদক্ষেপ। নতুন ওয়েবসাইট খোলে অত্র বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাইজেশন করার লক্ষ্যে শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দেও প্রয়োজনীয় যাবতীয় তথ্য Up-grade করার উদ্যোগ নিয়েছি, যা পরবর্তীতে চলমান থাকবে। এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক উন্নয়ন হবে এবং শিক্ষার গুণগতমানও বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাবতীয় তথ্যাদি অভিভাবকবৃন্দ জানতে পারবেন এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। পরিশেষে ডিজিটাল বাংলাদেশ বিনিমানে আমাদের প্রচেষ্টা সফল হবে এ প্রত্যাশায় বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল সুবিধা ভোগীকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়
বিয়ানীবাজার, সিলেট-৩১৭০ ।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ ০১৭১৫১৪১০৯৮
ই-মেইল: asimkantitalukder@gmail.com
ওয়েব: www.beanibazargirls.edu.bd