বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলার প্রাণকেন্দ্রে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত একটি স্বনামধন্য মাধমিক বিদ্যালয়। ০১-০১-১৯৬৬ খ্রীষ্টাব্দে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ মিলিত হয়ে শিক্ষিত নারী সমাজ গঠনের উদ্দেশ্যে উপজেলার সর্বপ্রথম বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টি দাসগ্রামে প্রতিষ্ঠা করা হয়।
তৎকালীন সময়ে বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব স্বর্গীয় প্রমথনাথ দাসের ১৮৭ শতক ভূমি দানের মধ্য দিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু। প্রাচীর বেষ্টিত সুন্দর মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন লাউতা গ্রামের জনাব মো: মজম্মিল আলী, খাসারিপাড়া গ্রামের জনাব মো: ইরশাদ আলী, প্রাক্তন চেয়ারম্যান জনাব সহিব আলী, প্রাক্তন চেয়ারম্যান জনাব আব্দুর রহিম (বচন হাজি), দাসগ্রামের জনাব মো: ইউসুফ আলী সহ আরও অনেকেই। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়ের জন্য শ্রম, মেধা ও আর্থিক সহযোগিতা করে আসছেন এ জনপদের সর্বস্তরের জনগন। শিক্ষানুরাগী ব্যক্তি জনাব মো: মজম্মিল আলী সম্পূর্ণ অবৈতনিক ভাবে ১৯৬৬ সাল হতে ২০০২ সাল পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন কালে তিনি দুই বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
উল্লেখ্য যে ১৯৮৮ সালে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ বিদ্যালয়টিকে সরকারীকরনের ঘোষনা দেন। পরবর্তিতে এরশাদ পরিবর্তিত হওয়ার কারণে তা কার্যকর হয়নি। বর্তমানে বিদ্যালয়টিতে একাদশ-দ্বাদশ শ্রেণি চালু করা সময়ের দাবী। বিদ্যালয়টি সম্পর্কে বর্তমান প্রধান শিক্ষক জনাব জিয়া উদ্দিন আহমদ বলেন-নারী শিক্ষার প্রসারে ও নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে এ বিদ্যালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
পরম করুনাময় আল্লাহর কাছে প্রার্থনা সকলের মিলিত প্রয়াসে আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে সুনাম এবং শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুষ্টু পরিবেশ বজায় রেখে সকলে যেন অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারি।
বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়
বিয়ানীবাজার, সিলেট-৩১৭০ ।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ ০১৭১৫১৪১০৯৮
ই-মেইল: asimkantitalukder@gmail.com
ওয়েব: www.beanibazargirls.edu.bd